বাজারে এলো শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১০সি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ০৯:১৫ এএম

বাজারে এলো শাওমির নতুন স্মার্টফোন রেডমি ১০সি

স্মার্টফোন কোম্পানি শাওমি রেডমি সিরিজের নতুন স্মার্টফোন- রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে চায়।

রেডমি ১০সি হতে যাচ্ছে ‘মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের আওতায় রেডমি ১০ সিরিজের সবশেষ সংযোজন। নতুন রেডমি ১০সি ডিভাইসে রয়েছে একটি বড় মাপের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন চিপসেট এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরসহ ডুয়াল-ক্যামেরা সেটআপ। যা এন্ট্রি-লেভেল স্মার্টফোনের পারফরম্যান্সকে পরের ধাপে নিয়ে যাবে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘শাওমি বাংলাদেশের নতুন উদ্যোগে স্থানীয়ভাবে তৈরি স্মার্টফোনের সর্বশেষ সংযোজন রেডমি ১০সি উন্মোচনের ঘোষণা দিতে পেরে আমরা খুব আনন্দিত। ডিভাইসটিতে দেয়া হয়েছে ব্লকবাস্টার ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। আমার বিশ্বাস, এই দামের ভেতর রেডমি ১০সি সবচেয়ে জনপ্রিয় হ্যান্ডসেটে পরিণত হবে এবং শাওমি ফ্যানরা এটি খুব পছন্দ করবে।’ মনোমুগ্ধকর দেখার অভিজ্ঞতা দিতে ব্লকবাস্টার ডিসপ্লে রেডমি ১০সি আসছে ৬.৭১ ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লেতে, যাতে থাকছে ১৬৫০x৭২০ পিক্সেল এইচডি প্লাস রেজ্যুলেশন।

ডিসপ্লের সুরক্ষায় কর্নিং গরিলা গ্লাস ৩ দেয়া হয়েছে। ডিভাইসটিতে রয়েছে কার্ভড ইউনিবডি ডিজাইন এবং পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। আছে একটি ডুয়াল সিম ও মাইক্রোএসডি ট্রে, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। রেডমি ১০সি ভিডিও দেখার ক্ষেত্রে চিত্তাকর্ষক বিনোদন দেবে। এর শক্তিশালী স্পিকার সিস্টেমের প্রাণবন্ত অডিও কোনো কিছু দেখার অভিজ্ঞতাকে আরও রাঙিয়ে তুলবে।

রেডমি ১০সি ফোনটিতে দেয়া হয়েছে ফ্ল্যাগশিপ লেভেলের ৬ ন্যানোমিটার প্রযুক্তির অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। ফলে ব্যবহারকারীরা পাবেন পাওয়ার এফিশিয়েন্ট পারফরম্যান্স। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে দেয়া হযেছে কোয়ালকম অ্যাড্রেনো ৬১০ জিপিইউ এবং ৪ জিবি এলপিডিডিআর ৪ এক্স র‍্যাম। যা এর কর্মদক্ষতাকে আরও বাড়িয়ে তোলে। স্টেলার ক্যাপচারের জন্য ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

রেডমি ১০সি ডিভাইসে দেয়া হয়েছে শক্তিশালী ডুয়াল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা উচ্চ রেজ্যুলেশনের ৫০ মেগাপিক্সেলের, যা সহজে স্টেলার ছবি ধারণ করতে দেয়। পোর্ট্রেইট শটগুলোর জন্য একটি প্রাকৃতিক বোকেহের ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেয়া হয়েছে, যা রেডমি ১০সি ব্যবহারকারীদের অসাধারণ সব ছবি নিতে দেবে। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীরা ঘরে বাইরে ঝলমলে সব সেলফি নিতে পারবেন। এছাড়া শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি রেডমি ১০সি ফোনটিতে সারাদিন নিরবিচ্ছিন্ন পারফম্যান্স নিশ্চিত করবে।

রেডমি ১০সি ফোনটি তিনটি স্টাইলিশ গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন কালারে পাওয়া যাবে। আজ শুক্রবার (২২ এপ্রিল) থেকে ফোনটি দেশের সব অথরাইজড শাওমি স্টোরে পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম ৪+৬৪ জিবি ১২ হাজার ৯৯৯ টাকা এবং ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৩ হাজার ৯৯৯ টাকা।

Link copied!