মার্চ ৩০, ২০২৩, ১১:৫১ এএম
ভারতে বসে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পাকিস্তান সরকারের অ্যাকাউন্ট দেখার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানায়, আদালতের আদেশের মতো আইনি প্রক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের আদেশের মতো আইনি প্রক্রিয়ার কারণে ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। কোম্পানির বিধি অনুযায়ী তা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্টটি যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে দেখা যাচ্ছে।
এ ব্যাপারে ভারত ও পাকিস্তানের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং টুইটারের সাথে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।