প্রযুক্তি মানুষের জীবনকে করে দিয়েছে সহজ। ধীরে ধীরে সহজ থেকে সহজতর হয়ে উঠেছে সবকিছু। হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে ঘরের কাজে ব্যবহৃত সব যন্ত্রপাতিতে প্রযুক্তির ছোঁয়া। লিখে লিখে বাটন টিপে ফোন করা কিংবা রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করে এত দিন আমরা হোম অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করতাম। জীবনকে আরও সহজ করতে, আরও স্বস্তি এনে দিতে বর্তমানে প্রায় সবকিছুতে চালু হচ্ছে ভয়েস সার্চ টেকনোলজি। শুনতে বিস্ময় লাগলেও এখন ঘরে ঘরে আমরা দেখতে পাব ‘কথা বলা যন্ত্র’। আপনি বলবেন আর সেই অনুযায়ী কাজ করবে যন্ত্র। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র মানে এসির ক্ষেত্রে এর ব্যবহার চালু হয়েছে বাংলাদেশে। এখন আর ঘুম ভেঙে রিমোট খুঁজে এসি নিয়ন্ত্রণ করতে হবে না। আপনার মুখের কথা শুনবে এসি। চলবে সেই নির্দেশনায়। ভাবছেন এ কি সত্যি, নাকি স্বপ্ন? হ্যাঁ, এবার স্বপ্ন সত্যিই হচ্ছে। বাংলায় নির্দেশ দেবেন মুখে, সেই অনুযায়ী কাজ করবে এসি। বাংলাদেশ এবং বিশ্বে প্রথম এই প্রযুক্তির এসি বাজারে এনেছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। এই প্রযুক্তি ওয়ালটনের নিজস্ব উদ্ভাবন।
২০২১ সালে প্রথমবারের মতো অফলাইন ভয়েস কন্ট্রোল প্রযুক্তির এসি বাজারে আনে ওয়ালটন। ‘ওশেনাস সিরিজ’-এর ওয়ালটনের এই এসি ইংরেজিতে বিভিন্ন কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। বাজারে আসার সঙ্গে সঙ্গে ওয়ালটনের ‘কথা বলা এসি’ বিপুল সাড়া ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাংলায় কমান্ড দেওয়া এসি বাজারে আনে ওয়ালটন।
‘স্বাগতম ওয়ালটন’ বললেই এ প্রযুক্তির এসি সচল হবে। ‘এসি চালু’ বললেই সেটি স্বয়ংক্রিভাবে চালু হবে। আবার ‘এসি বন্ধ’ বললে নিজে থেকে বন্ধ হবে। নির্ভুলভাবে কথা শুনতে ও বলতে পারা অফলাইন ভয়েস কন্ট্রোল এয়ার কন্ডিশনার বাজারে এনেছে যমুনা। এতে লাগে না ইন্টারনেট, ভয়েস আইওটি ডিভাইস, এমনকি রিমোট কন্ট্রোলারও। কথা বলা যায় সরাসরি। যমুনা ভয়েস কন্ট্রোল এসিতে রয়েছে হাইলি অ্যাকুরেট ভয়েস রিকগনাইজার ডিভাইস। রয়েছে ৯৫ শতাংশ ফাস্টার ওয়েকআপ সেন্সর, যা শুধু মুখের কথায় আপনাকে দেবে বাধাহীনভাবে এসি কন্ট্রোলের এক ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স। প্রযুক্তির ধারাবাহিকতায় জীবনকে সহজ করে তুলতে ভিশন, এলজি বাজারে নিয়ে এসেছে এই ভয়েস কন্ট্রোল এসি। সিঙ্গার বাংলাদেশে পাবেন এই ভয়েস কন্ট্রোল এসি।
সিঙ্গার বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা এখন দেখি মানুষ কত সহজে তাদের জীবনযাপন করতে পারে। বাইরে কর্মব্যস্ততার পর বাসার জীবনটা যেন একটু সহজ, স্বস্তির হয়, তেমন ভাবনা থেকেই ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো সহজ অপারেটিংয়ের মাধ্যমে যেন চালানো যায়, আমরা সেই চিন্তা করি। সেই ভাবনায় সিঙ্গার এই ভয়েস কন্ট্রোল এসি বাজারে নিয়ে এসেছে। এখন এসি নিয়ন্ত্রণ করার জন্য আর রিমোটের প্রয়োজন নেই। আপনি ভয়েস কমান্ড করবেন, এসি চলবে সেই অনুযায়ী।’