সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করতে থাকলে এর আয়ু দ্রুত ফুরিয়ে আসবে জানা কথা। তবে আমরা এমন কিছু ভুল করে থাকি যেগুলোর জন্য সময়ের আগেই স্মার্টফোনটির ক্ষয় হয়। সময়মতো ফোন চার্জ করা ও ঠিকমতো চার্জিং দিয়ে ব্যবহার করেন না অনেকেই। এতে স্মার্টফোনের ব্যাটারি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়।
স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কিছু কাজ এখনই বন্ধ করে দিন-
> ফোনের রিংটোনের কারণেও ব্যাটারির আয়ু কমতে পারে। ফোনে সবসময় ছোট রিংটোন ব্যবহার করুন। ফোনের ইনবিল্ট রিংটোনগুলো ব্যবহারের চেষ্টা করুন। কারণ ডাউনলোডেড রিংটোনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি হয়ে থাকে এ কারণে সেগুলো ব্যবহার করলে ফোনের ব্যাটারি জলদি ফুরিয়ে যায়।
> অনেকেই ফোনের রিংটোনের সাথে ভাইব্রেশনও সেট করেন। এ কারণে ব্যাটারির অনেক ক্ষতি হয়। রিংটোনের সাথে ভাইব্রেশন অন করা থাকলে এখনই অফ করে নিন।
> ফোন চার্জের সময় অন্যকোনো কাজ না করাই ভালো। চার্জের সময় শুধু চার্জ হতে দিন। চার্জে লাগিয়ে গেমস খেলা বা অন্য কাজ করতে থাকলে ফোনের ব্যাটারিতে প্রেসার পড়ে। ফোনের ব্যাটারি গরম হয়ে যায়।
> ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে রাখুন। ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে লোকেশন আপডেট, ব্যাকগ্রাউন্ড ডেটা অ্যাক্সেস অফ করে রাখুন। এতে ব্যাটারিতে চাপ কমবে।
> ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো ডিলিট করে ফেলুন। অনেক সময় আগ্রহবশত আমরা অনেক অ্যাপ নামাই কিংবা ইনবিল্ট এমন অনেক অ্যাপ থাকে যেগুলো অপ্রয়োজনীয় এবং অনেক পুরোনো। সেসব অ্যাপ আনইনস্টল করে ফেলুন।