বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। নিত্যনতুন ফিচার আনা হোয়াটসঅ্যাপের জন্য কোনো নতুন বিষয় নয়।
তারই ধারাবাহিকতায় জানা গেছে, আরো বেশ কয়েকটি নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। এতে ব্যবহারকারী আরও নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে। আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে।
এগুলোর মধ্যে রয়েছে-
১. গ্রুপ থেকে কেউ যদি বের হয় তাহলে অন্য কেউ তা জানতে পারবে না।
২. আপনি যখন অনলাইনে থাকবেন তখন কারা দেখবে আর কারা দেখতে পারবে না তা আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
৩. আপনি না চাইলে আপনার মেসেজের স্ত্রিনশট কেউ নিতে পারবে না। অর্থাৎ, স্ত্রিনশট নেওয়ার অপশন বন্ধ করে রাখা যাবে।