২ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট: পলক

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২২, ০৮:২৫ পিএম

২ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে উচ্চগতির ইন্টারনেট: পলক

২০২৫ সালের মধ্যে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টিসহ পাঁচ বিলিয়ন ডলার আয় করবে প্রযুক্তি খাত। রবিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওরে ৮৫ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে উচ্চমানের ইন্টারনেটের আওতায় আনা হবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে শতভাগ মানুষের কাছে নেট থাকার ব্যবস্থা করা হচ্ছে। এ সময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!