প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

নভেম্বর ২২, ২০২২, ১১:০১ পিএম

প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই সৌদি আরবকে চেপে ধরে নাস্তানাবুদ করা সত্ত্বেও গোলের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে  আর্জেন্টাইন ফুটবলাররা।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আরবদের জালে চার-চারবার বল জড়িয়েছিল আর্জেন্টাইনরা। তবে প্রথমার্ধ শেষে সৌদি আরবের চেয়ে মাত্র ১-০ গোল ব্যবধানে এগিয়ে আছে লে আলবিসেলেস্তেরা। চারবার বল জড়ালেও তিনবার অফসাইডের ফাঁদে গোল বাতিল হয়ে যায়।

সৌদি আরবের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টাইনরা। ম্যাচের দ্বিতীয় মিনিটে ১২ গজ দূর থেকে মেসির বাম পায়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস। বাম প্রান্ত দিয়ে অ্যানহেল ডি মারিয়া বল নিয়ে ভেতরে ঢুকে বল পাস দেন লাউতারো মার্টিনেজকে। তবে তিনি বল গোলমুখে রাখতে ব্যর্থ হোন। সেই মুহূর্তে পেছন থেকে এসে শটটি নেন মেসি।

এরপর আবারও আক্রমণে সৌদিয়ানদের ব্যতিব্যস্ত করে রাখে মেসিরা। এরমধ্যে খেলার ৮ম মিনিটে কর্ণার পায় লে আলবিসেলেস্তেরা। সেখান থেকে বল আর্জেন্টাইনদের পায়ে থাকতেই আচমকা বাঁশি বাজায় রেফারি।

স্লোভেনিয়ার এই কোচ ভিএআর চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। মেসি কর্ণার কিক নেওয়ার সময় সৌদির ডিফেন্ডার বুলাইয়াহি ডি-বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ফেলে দেন। আর তাতে পেনাল্টি পেয়ে সেখান থেকে সহজ গোলে দলকে এগিয়ে দেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে এটি মেসির ৭ম গোল। আর ৪ গোল হলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন তিনি। আর্জেন্টিনার ইতিহাসে দ্বিতীয় বয়স্ক ফুটবলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে গোল পেলেন মেসি।

Link copied!