ডি মারিয়াকে ছাড়াই সেমিফাইনাল লড়াইয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২২, ০৭:০৭ এএম

ডি মারিয়াকে ছাড়াই সেমিফাইনাল লড়াইয়ে আর্জেন্টিনা

মরুর বুকে বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে লে আলবিসেলেস্তেরা। আর মাত্র দুই ধাপ অতিক্রম করতে পারলেই দীর্ঘ ৩৬ বছরের শিরোপার খরা কাটবে আর্জেন্টিনার।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে আকাশি-সাদারা।

এদিকে ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার শুরুর একাদশে নেই অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের দুই ম্যাচেও তাকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছিলেন লিওনেল স্কালোনি।

গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়ায় পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো তিনি অর্জন করতে পারেননি তিনি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে, কিংবা প্রয়োজনবোধে তারও পরে তাঁকে দেখা যেতে পারে মাঠে।

এদিকে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় দলে নেই গঞ্জালো মন্তিয়েল আর মার্কোস আকুনইয়া। তাঁদের জায়গায় দলে এসেছেন নিকলাস টালিয়াফিকো ও মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আর্জেন্টিনার শুরুর একাদশ: 

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফরমেশন : ৪-৪-২

ক্রোয়েশিয়ার শুরুর একাদশ: 

ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ জুরানকভিচ, দেজান লোভরেন, জিভার ডিওল, বোর্নো সোসা, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মাতেও কোভাসিচ, মারিও পেস্যালিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ইভান পেরিসিচ।

ফরমেশন : ৪-৩-৩

Link copied!