কাতার বিশ্বকাপ ফাইনাল: মেসি-মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২২, ০৩:৪৫ এএম

কাতার বিশ্বকাপ ফাইনাল: মেসি-মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্টিনা

লিওনেল মেসি ও ডি মারিয়ার গোলে ২-০ তে এগিয়ে কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালের প্রথমার্ধ শেষ করলো আর্জেন্টিনা। পেনাল্টিতে মেসির করা গোলে ২৩ মিনিটেই এগিয়ে যায় আকাশি-সাদারা। অ্যাঞ্জেল ডি মারিয়াকে ডি বক্সের মধ্যে ফ্রান্সের ফুটবলার উসমান দেম্বেল ফাউল করায় পেনাল্টি দেন রেফারি। ৩৬ মিনিটে গোল করে দলকেও আরও এক ধাপ এগিয়ে নেন ডি মারিয়া।

ইনজুরিতে থাকা ডি মারিয়াকে বিশ্বকাপ ফাইনালে মাঠে পাওয়া নিয়ে চিন্তায় ছিল আর্জেন্টিনার সমর্থকরা। ফিরে এসেই সমর্থকদের উপহার দিলেন দারুণ একটি গোল।

অন্যদিকে চলতি আসরের ষষ্ঠতম গোল দিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিলিয়ান এমবাপেকে ছাড়িয়ে এই মুহূর্তে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে টুর্নামেন্টে এটি মেসির ১২তম গোল। বিশ্বকাপে তাঁর চেয়ে বেশি গোল আছে কেবল চার জনের।

কাতারের লুসাইল স্টেডিয়ামে শিরোপা জয়ের লক্ষ্যে লড়ছে ফ্রান্স আর্জেন্টিনা। এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপ ফাইনালে খেলছে ফ্রান্স। ১৯৯৮ সালের পর ২০১৮ সালে শিরোপা জিতে নেয় ফরাসিরা। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ার পথে কিলিয়ান এমবাপ্পেরা।

অন্যদিকে আর্জেন্টিনা এ নিয়ে ছয়বার বিশ্বকাপের ফাইনালে খেলছে। ১৯৭৮ ও ১৯৮৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লাতিন আমেরিকান দলটি। ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার্সআপ হয় আর্জেন্টিনা। এরপর দীর্ঘদিন শিরোপা বঞ্চিত আর্জেন্টাইনরা।

২ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা ৩৬ বছরের শিরোপা খরা লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটির হাত ধরে কাটাতে পারে কি না এবার দেখার পালা।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও জুলিয়ান আলভারেজ।

ফ্রান্স একাদশ: উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র‍্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড ও কিলিয়ান এমবাপ্পে।

Link copied!