দুই মিনিটে দুই গোলে ২-২ সমতায় দলকে নিলেন এমবাপ্পে

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২২, ১১:১৭ পিএম

দুই মিনিটে দুই গোলে ২-২ সমতায় দলকে নিলেন এমবাপ্পে

এমবাপ্পের দুই মিনিটে দুই গোলে খেলায় ফিরলো প্রাণ। সমতায় থেকে নির্ধারিত সময় শেষে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। 

রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ২২তম আসরে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্যে লড়ছে ফ্রান্স-আর্জেন্টিনা। 

প্রথমার্ধে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন মেসি। এরপর ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপ্পে।

৮০ মিনিটে কোলো মুয়ানিকে ডিবক্সে ফেলে দেন ওতামেন্ডি। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান এমবাপ্পে। এর এক মিনিট পর ফের এমবাপ্পে ম্যাজিক। বা প্রান্ত থেকে সতীর্থের বাড়ানো বল পেয়ে কোনাকুনি শট নেন এমবাপ্পে। বল জালে জড়িয়ে পড়তেই উল্লাসে মেতে ওঠে ফরাসিরা। এই গোলে বিশ্বকাপ ফাইনালে গোলের বিশ্বরেকর্ড গড়েন তিনি। দুই ফাইনাল মিলিয়ে ৪ গোল করলেন এমবাপ্পে।

Link copied!