ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হলো ইউক্রেন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২২, ০৪:১২ পিএম

ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হলো ইউক্রেন

রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার কারণে জ্বালানি অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হওয়ায় ইইউতে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করতে বাধ্য হয়েছে ইউক্রেন সরকার।

গতকাল দেয়া ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ের এ বিষয়ক বিবৃতিটি আজ মঙ্গলবার রুশ বার্তা সংস্থা আরটি একটি প্রতিবেদনে প্রকাশ করেছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, সোমবারের রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের তাপ উৎপাদন এবং বৈদ্যুতিক সাবস্টেশনগুলোতেও আঘাত করেছিল। তাই ইউক্রেনকে তার নিজস্ব শক্তি ব্যবস্থা স্থিতিশীল করতে ১১ অক্টোবর, ২০২২ থেকে বিদ্যুৎ রপ্তানি স্থগিত করতে হয়েছে।

মার্চে রাশিয়ান বাহিনীর কাছে জাপোরোজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হারানোর পরেও, কিয়েভ তার ইইউ অংশীদারদের কাছে রপ্তানি প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছিল, তবে সোমবারের আক্রমণগুলো সমগ্র সংঘাতের মধ্যে সবচেয়ে বড় ছিল বলে জানায় জ্বালানি মন্ত্রণালয়।

জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এবং উৎপাদনের পুরো সরবরাহ শৃঙ্খলে আঘাত করা হয়েছে। যার ফলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সংযোগ করা কঠিন হবে।

গালুশচেঙ্কো অবশ্য মস্কোর বিরুদ্ধে কিয়েভের প্রতিশোধ হিসেবে "জ্বালানি সন্ত্রাস" চালাচ্ছে বলে অভিযুক্ত করেছেন।

Link copied!