ইউক্রেনে আরও ১ রুশ জেনারেল নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২২, ০৪:৪৯ পিএম

ইউক্রেনে আরও ১ রুশ জেনারেল নিহত

রাশিয়ান এক শীর্ষ জেনারেলকে হত্যার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেন যুদ্ধ চলার সময়ে রুশ সেনাবাহিনীর মেজর জেনারেল ওলেগ মিটইয়াভ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মারিউপুলের কাছে তিনি নিহত হন।

এ নিয়ে ইউক্রেনে হামলা চালাতে গিয়ে রুশ সেনাবাহিনীর ৪ জন জেনারেল নিহত হলেন। বিশ্লেষকরা জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার নেতৃত্ব দিচ্ছেন গোটা ২০ জনের মতো সামরিক বাহিনীর জেনারেল পদমর্যাদার কর্মকর্তারা। কয়েকদিনের ব্যবধানে শীর্ষ ৪ কর্মকর্তার মৃত্যুর ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের টার্গেট করছে ইউক্রেনের সেনারা। ওলেগকে হত্যার দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনীর বিশেষ একটি অংশ হিসেবে পরিচিত আজভ ব্যাটালিয়ন।

Link copied!