ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিভ শহরে রুশ বাহিনীর গোলাবর্ষণে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘১৭ মার্চ ইউক্রেনে এক মার্কিন নাগরিকের নিহত হওয়ার বিষয়টিতে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই।”
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, “নিহত ওই ব্যক্তির নাম জেমস হুইটনি হিল। চেরনিহিভ শহরে নিরস্ত্র বেসামরিক মানুষদের ওপর হামলার সময় তিনি নিহত হন।”
বিবিসির খবরে বলা হয়, জেমস হুইটনি হিলের সঙ্গী একজন ইউক্রেনীয়। তার ওই সঙ্গী বেশ কিছু রোগে আক্রান্ত। ইউক্রেনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে গত বছরের ডিসেম্বরে সঙ্গীসহ ইউক্রেন যান জেমস হিল। রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই মার্কিন এই নাগরিক ইউক্রেনের পরিস্থিতি নিয়ে লিখছিলেন।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২২ তম দিন বৃহস্পতিবার রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ৩১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই ১৩ শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৫০০ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।