ইউক্রেনে ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৪, ২০২২, ০১:০১ এএম

ইউক্রেনে ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি জেলেনস্কির

ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন বলে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে জানানো হয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, “এক সপ্তাহে প্রায় ৯ হাজারের মতো রুশ সেনা নিহত হয়েছে। যেখানেই তারা যাক না কেন, তারা ধ্বংস হয়ে যাবে। আক্রমণকারীরা ইউক্রেনীয়দের কাছ থেকে যথাযথ জবাব পাবে।”

এদিকে বৃহস্পতিবারও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এদিন ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিন স্কুল ও এক উপাসনালয়ে হামলা চালায় রুশ সেনারা।

কাতারভিত্তিক খবর আল-জাজিরার খবরে বলা হয়, হামলায় সিটি কাউন্সিল ভবনের পাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও নিহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি তারা। এ ছাড়া রাশিয়ার প্রায় হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছেন বলে দাবি ইউক্রেনের।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং আরও এক হাজার ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া রুশ হামলায় ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং প্রায় ৩ হাজার ৭০০ জন আহত হয়েছেন।

Link copied!