ইউক্রেনের অর্থ সহায়তায় আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৪:৩৪ পিএম

ইউক্রেনের অর্থ সহায়তায় আরও ৩৫ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার সামরিক হামলায় বিধ্বস্ত ইউক্রেনকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত ৩৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সহায়তার এ প্যাকেজে প্রতিরক্ষামূলক যন্ত্রপাতি, যেমন- সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষাসহ অন্যান্য হুমকি মোকাবিলায় যা যা প্রয়োজন, তা থাকবে।”

এর আগে যুক্তরাষ্ট্র কিয়েভকে দুই ধাপে ৬০ মিলিয়ন ডলার এবং ২৫০ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। রাশিয়া বর্তমানে  তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে।  

যুদ্ধের চতুর্থ দিন রবিবারও তুমুল লড়াই চলছে। এর আগে, রাজধানী কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলা যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। আর বন্দি হয়েছে আরও ২০০ জন। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

এ ছাড়া রাশিয়ার সাড়ে ৩ হাজার সৈন্য নিহত এবং ২০০ জনকে বন্দি করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনী।

Link copied!