ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত, দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২২, ১১:১৮ পিএম

ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত, দাবি রাশিয়ার

চলমান যুদ্ধে ইউক্রেনের এ পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।

সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ জানিয়েছেন, শুধুমাত্র মারিওপল শহরেই ইউক্রেনের চার হাজার সেনা ও ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে।নিহতদের মধ্যে বহু উগ্রপন্থী নাজিবাদীও রয়েছে বলেও জানান রুশ জেনারেল কোনাশেনকভ।

শনিবার এক বিবৃতিতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অভিযুক্ত করে বলেন, “যুদ্ধে নিহত ইউক্রেনের সেনাদের প্রকৃত সংখ্যা তিনি গোপন করছেন কারণ তিনি ইউক্রেনের জনগণকে ভয় পাচ্ছেন।” রাশিয়া এরইমধ্যে ইউক্রেনের সেনাদের হতাহত হওয়ার ব্যাপারে প্রমাণিত তথ্য হাতে পেয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানান জেনারেল কোনাশেনকভ।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!