গত কয়েকদিন ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশে অবস্থান করছে রুশ সেনারা। সেখান থেকে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায়।
এরইমধ্যে গতকালও কিয়েভে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে বলে সংবাদ দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
কিয়েভকে 'দুর্গে' পরিণত করা হয়েছে বলেও দাবি করেছে দেশটির সরকার।
এমন পরিস্থিতির ভেতর আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কিয়েভে ৩৫ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশকো '৩৫ ঘণ্টার কারফিউ' ঘোষণার পাশাপাশি 'কঠিন ও বিপজ্জনক মুহূর্তের' বিষয়ে সতর্ক করেছেন।