কিয়েভের বাসিন্দাদের সরে যেতে বললো রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১১:১২ পিএম

কিয়েভের বাসিন্দাদের সরে যেতে বললো রুশ বাহিনী

ইউক্রেনের রাজধানী কিয়েভে চূড়ান্ত হামলা শুরুর আগে সেখানকার নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এই অনুরোধ জানান।

আরও পড়তে পারেন: পুতিনের লক্ষ্য ২ মার্চের মধ্যেই ইউক্রেনে পূর্ণ বিজয়!

বেলারুশ সীমান্তে যখন ইউক্রেন ও রুশ প্রতিনিধি দল যুদ্ধ বিরতি ইস্যুতে বৈঠকে বসছে, ঠিক এমন সময় পুতিন প্রশাসনের পক্ষ থেকে এ অনুরোধ আসলো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমরা কিয়েভের জনগণকে একটি নির্দিষ্ট সড়ক দিয়ে শহড় ছেড়ে অন্যত্র সরে যেতে আহ্বান জানাচ্ছি। এতে করে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।”

ইগর কোনাশেনকভ আরও বলেন, “আমি আবারো সবাইকে একটি কথা মনে করিয়ে দিতে চাই রাশিয়ার সেনারা শুধুমাত্র ইউক্রেনের সামরিক অবস্থানগুলোতে হামলা চালাবে।”

আরও পড়তে পারেন: রাশিয়ার সাথে আলোচনায় বেলারুশ পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার  দেশটির ৪টি শহরে দখলে নিয়েছে রুশ বাহিনী। হামলা শুরুর পর থেকে গত চার দিনে আনুমানিক ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

 

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেন সরকারের এই দাবি নিশ্চিত করতে পারেনি বিবিসিসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।

Link copied!