খেরসনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি রাশিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২২, ০৫:১৯ পিএম

খেরসনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ ও কৌশলগত শহর খেরসনে পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে রুশ বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ এই দাবি করেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ। ছবি: সংগৃহীত

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে প্রকাশিত সংবাদে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি। অন্যদিকে, ইন্টারভ্যাক্স-এভিএন সংবাদ মাধ্যমও ইগর কোনাশেনকভের উক্তি প্রচার করে খেরসনকে দখলে নেয়ার রুশ দাবিকে প্রচার করেছে।

চলতি সপ্তাহের শুরুতে একাধিক ভিডিওতে দেখা গিয়েছিল, রুশ সেনাদের গুলি সত্ত্বেও খেরসনের অধিবাসীরা এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ২০ তম দিন মঙ্গলবার রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!