জীবন ঝুঁকিতেও পোষা চিতার সাথে ইউক্রেনে রয়ে গেলেন ভারতীয় ডাক্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৮:৪৪ পিএম

জীবন ঝুঁকিতেও পোষা চিতার সাথে ইউক্রেনে রয়ে গেলেন ভারতীয় ডাক্তার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকার সেভারোডোনেৎস্ক। এই এলাকার মাথথার ওপর চক্কর দিচ্ছে রুশ যুদ্ধবিমান। মাঝেমধ্যেই ফেলছে বোমা। কেঁপে উঠছে মাটি। ভয়ঙ্কর এই পরিস্থিতিতেও গিরিরাজ পাতিল নামে এক ভারতীয়  চিকিৎসক তার পোষ্য জাগুয়ার আর প্যান্থারকে রেখে ইউক্রেন ছাড়তে নারাজ। খবর আজকাল’র।

গিরিরাজ পাতিল যে এলাকায় বাস করেন সেখানে বিদ্রোহীদের প্রভাব বেশি। প্রতিদিনইগোলাগুলি, বোমাবাজিও চলছে। সেখানকার বাসিন্দা, ভারতীয় পড়ুয়ারা আগেই পালিয়েছেন। কিন্তু পাতিল নাছোড়বান্দা। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ‘“আমার প্রাণ বাঁচানোর জন্য ওদের ছেড়ে যাব না। আমার পরিবার বারবার আমায় ফিরে যেতে বলছে। কিন্তু আমার পোষ্যরাই আমার সন্তান। শেষ নিঃশ্বাস পর্যন্ত ওদের আগলে রাখব।”‌

২০০৭ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান গিরিরাজ পাতিল। ২০১৪ সালে ইউক্রেনেই এক সরকারি হাসপাতালে কাজ নেন। সেই থেকে ডনবাসেই রয়েছেন।

সম্প্রতি স্থানীয় এবটি চিড়িয়াখানায় অসুস্থ জাগুয়ারের খোঁজ পেলে  কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাকে বাড়িতে নিয়ে আসেন। সেই থেকে সে পাতিলের কাছেই। পুরুষ জাগুয়ারটির বয়স এখন ২০ মাস। দিন কতক আগে স্ত্রী প্যান্থারটিকে দত্তক নেন পাতিল। তার বয়স এখন ৬ মাস। আরও দু’‌টি কুকুরও রয়েছে পাতিলের।

এসব পোষা প্রাণিদের ছেড়ে তিনি নড়বেন না। তিনি জানান, যেদিন থেকে রাশিয়া হামলা শুরু করেছে, সেদিন থেকে পোষ্যদের খাবার কিনতেই শুধু কয়েকবার বেরিয়েছেন পাতিল। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত তার জাগুয়ার আর প্যান্থার। খাওয়া–দাওয়াও কমিয়েছে।

এই অবস্থায় ভারত সরকারের কাছে তার আর্জি, যদি এই পোষ্যদেরও কোনওভাবে দেশে ফেরানোর অনুমতি মেলে। ওরা না ফিরতে পারলে তিনিও ফিরবেন না। তবে ভারত সরকারকে এও জানিয়েছেন- তিনি ফিরলে জাগুয়ার আর প্যান্থারকে নিয়েই ফিরবেন। এটি সম্ভব না হলে প্রাণ গেলেও তিনি ইউক্রেন ছাড়বেন না গিরিরাজ পাতিল।

Link copied!