দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৮:১৫ পিএম

দেশ ছাড়তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

রাশিয়ার সামরিক বাহিনীর বিমান হামলায় নিরপত্তার কথা ভেবে দেশ ছাড়ার ব্যপারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের রুপালি পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেতা জেলেনস্কি বলেন, “ এখানে লড়াই চলছে। আমার দরকার অস্ত্র-গোলাবারুদ, বাহন (দেশ ছাড়ার) নয়।”

আরও পড়তে পারেন: ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পোল্যান্ড

শনিবার রাজধানী কিয়েভে রুশ সেনাদের প্রচণ্ড হামলার মুখে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন ওঠে- জেলেনস্কি কিয়েভ ছেড়ে চলে গেছেন। এই খবরকে ভুল প্রমাণ করতে জেলেনস্কি তার প্রধান সহযোগীদের নিয়ে রাজধানী থেকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আমরা সবাই এখানেই রয়েছি। আর এভাবেই চলবে।’

আরও পড়তে পারেন: ভোরের কিয়েভ হয়ে উঠেছে মুখোমুখি রণাঙ্গন

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনে হামলা শুরু করে রুশ সেনারা। দিনভর তিন দিক থেকে ইউক্রেনে হামলা চালিয়েছে তারা। এতে ইউক্রেনের ১৩৭ সেনা এবং রাশিয়ারি ১২ সেনা নিহত হয়।

আরও পড়তে পারেন: সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত ও ২০০ জনকে বন্দির দাবি ইউক্রেনের

যুদ্ধের দ্বিতীয় দিন শুক্রবারও  তুমুল লড়াই হয়। রাজধানীর কিয়েভের কাছে হোস্টোমেল বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। যুক্তরাজ্যের দাবি, দ্বিতীয় দিনে রাশিয়ার ৪৫০ সেনা নিহত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত সাড়ে ৩ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে। আর বন্দি হয়েছে আরও ২০০ জন। তবে ইউক্রেনের এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

Link copied!