ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৫:০৭ এএম
দুঃখের বিষয় বিশ্বের পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক আইনের মর্যাদা দেয় না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। ইউক্রেনে সামরিক অভিযান চালালেও রাশিয়া সবসময় আলোচনার জন্য প্রস্তুত বলেও তিনি জানান।
বৃহস্পতিবার রুশ সরকারি বার্তাসংস্থা আইআরএকে তিনি এসব কথা বলেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দুঃখের বিষয় এই যে, আমাদের পশ্চিমা বন্ধুরা আন্তর্জাতিক আইনকে মর্যাদা দেন না। বরং তারা তাকে ধ্বংস করতে চেষ্টা করছেন এবং তাদের গড়া ‘আইন-ভিত্তিক বিশ্ব ব্যবস্থা’ বাস্তবায়নে চেষ্টা করে চলেছেন।”
আরও পড়তে পারেন: ‘প্রয়োজনে রুশ সেনাদের সাথে বেলারুশের সেনারাও যোগ দেবে’
তিনি বলেন, “আমেরিকান সহকর্মীদের সাথে আমাদের বিস্তারিত কথা হয়েছে। ন্যাটো সদস্যদের সাথেও কথা বলেছি।”
আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক দায়-দায়িত্ব অনুসরণের পথ এখনো খোলা রয়েছে দেড় যুগের বেশি সময় ধরে দায়িত্ব পালন করা্ রাশিয়ার এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ন্যায়বিচার এবং জাতিসংঘ চার্টারের মূলনীতিতে ফেরার জন্য যে কোনো আলোচনায় বসতে রাশিয়া সবসময় প্রস্তুত থাকবে।”
প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের কয়েকটি শহরে হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত উভয় দেশের প্রায় ১০০ জন নিহত হয়েছে।
আরও পড়তে পারেন: মস্কো ও কিয়েভ উভয় পক্ষকে সংযমের অনুরোধ করা হয়েছে: বেইজিং
স্থানীয় সময় বুধবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে হামলা শুরু করে রুশ সেনারা।
ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়।
ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।
আরও পড়তে পারেন: রাশিয়ার দখলে ইউক্রেনের আন্তোনোভ বিমানবন্দর
ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে। কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।