পারমাণবিক স্থাপনায় ফের রুশ বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৭, ২০২২, ০৪:১৮ পিএম

পারমাণবিক স্থাপনায় ফের রুশ বাহিনীর হামলা

ইউক্রেনের উত্তরপূর্বে অবস্থিত দ্বিতীয় প্রধান শহর খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে আবারও রুশ সেনাবাহিনী হামলা চালিয়েছে। ইউক্রেনীয় পার্লামেন্ট গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে হামলা চালায় রুশ সেনারা। এর আগেও এখানে হামলা চালিয়েছিল রুশ বাহিনী।

দ্য ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় সরকার এখনও সেখানকার ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। রুশ সেনাদের হামলায় এখন পর্যন্ত হামলায় ক্ষতিগ্রস্ত অংশ থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি বলে জানা গেছে।

এদিকে,ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে,বোমাবর্ষণের ধারাবাহিকতা আশপাশের অঞ্চলগুলোকে দূষিত করবে। একই সঙ্গে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

অপরদিকে, রুশ বাহিনী গতকাল শনিবার ইউক্রেনের কিয়েভ অঞ্চলের চেরনোবিল পারমাণবিক স্থাপনার কর্মীদের বসবাসের একটি শহরের দখল নেওয়ার পাশপাশি শহরের মেয়রকে  ধরে নিয়ে গেছে। তবে এ বিষয়ে রুশ বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

Link copied!