রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পুতিন ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সফলতা পেলেও এই হামলার জন্য তাঁকে দীর্ঘ মেয়াদে চড়া মূল্য দিতে হবে।
প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন এই হুঁশিয়ারি দেন। ইউক্রেনে রাশিয়ার হামলার এক সপ্তাহের মাথায় বাইডেনের দেওয়া এই ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন ও জনগণের উদ্দেশে এই ভাষণ দেন দেশটির প্রেসিডেন্ট।
ভাষণে বাইডেন বলেন, সামনে কী আসছে, সে সম্পর্কে তাঁর (পুতিন) কোনো ধারণাই নেই। ইউক্রেনে রাশিয়ার সেনা পাঠানোর জন্য বিশ্ব তাঁকে একঘরে করেছে। রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা দেওয়া হবে, যা তাঁর অর্থনৈতিক শক্তি ধসিয়ে দেবে এবং সামরিক বাহিনীকে দুর্বল করবে।