পুতিনের লক্ষ্য ২ মার্চের মধ্যেই ইউক্রেনে পূর্ণ বিজয়!

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১০:৪৯ পিএম

পুতিনের লক্ষ্য ২ মার্চের মধ্যেই ইউক্রেনে পূর্ণ বিজয়!

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের পঞ্চম দিন সোমবার জোরালো অভিযান শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার  দেশটির ৪টি শহরে দখলে নিয়েছে রুশ বাহিনী। আসছে ২ মার্চের মধ্যে পুরো ইউক্রেন দখলের সফলতা দেখতে চায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই তথ্য জানিয়েছেন রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ।

এরই পরিপ্রেক্ষিতে জোরদার করা হামলায় রাজধানী কিয়েভ ও খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির শহর চেরনিহাইভেরে একটি আবাসিক ভবনেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পুতিন বাহিনী।  

মূলত গত রবিবার পুতিন সরকারের নতুন নির্দেশনার পরেই ইউক্রেনের ওপর আরও আগ্রাসী হয় রুশ বাহিনী। রাশিয়ার এমন আগ্রাসনের মূল কারণ জানালেন রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিলো, তা এখনো অর্জিত হয়নি। তবে রাশিয়া বেশি সময় নেবে না।

আন্দ্রেই ফেদোরভ আরও বলেন, “পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা। তবে ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।”

উল্লেখ্য, টানা পাঁচ দিন ধরে চলা এই যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন। এ ছাড়া রাশিয়ার ৪ হাজার ৩০০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে ইউক্রেনের এই দাবি নিশ্চিত করা য়ায়নি।

 সূত্র : আলজাজিরা

Link copied!