মস্কো ও কিয়েভ উভয় পক্ষকে সংযমের অনুরোধ করা হয়েছে: বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০৪:৩৯ এএম

মস্কো ও কিয়েভ উভয় পক্ষকে সংযমের অনুরোধ করা হয়েছে: বেইজিং

রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই শান্ত থাকার, সংযমের অনুরোধ করেছে বলে জানিয়েছে চীন। পরিস্থিতি যাতে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে না পারে সে দিকটিও তাদের ভেবে দেখার অনুরোধ করা হয়েছে বলেও বেইজিং জানিয়েছে। খবর: তাস

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং এসব কথা বলেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, “পূর্ব ইউরোপের বর্তমান যে পরিস্থিতি, তা শুরু থেকে পর্যবেক্ষণ করছে চীন। আমরা সব পক্ষকে শান্ত থাকার, সংযমের অনুরোধ করছি। পরিস্থিতি যাতে কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে না পারে সে দিকটিও আমরা সব পক্ষকে ভেবে দেখার অনুরোধ জানিয়েছি।”

ইউক্রেন ইস্যুতে চীনের অবস্থান বিষয়ে এক সাংবাদিকের জবাবে হুয়া চুনয়িং বলেন,“ ইউক্রেনের পরিস্থিতি রাশিয়া নিজেরাই মোকাবিলা করতে সক্ষম। এ ক্ষেত্রে তাদের চীনের সামরিক সহায়তার প্রয়োজন নেই। কারণ তারা নিজেরাই বিশ্বের অন্যতম শক্তি।”

তিনি আরও বলেন, “রাশিয়া বিশ্বের অন্যতম শক্তি। এ ধরনের অভিযান (ইউক্রেন) পরিচালনার জন্য তাদের চীন বা অন্য কোনো দেশের সহায়তা না হলেও চলবে। তারা নিজেরাই যথেষ্ঠ।”

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অপর এক সংবাদিকের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন,“যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেন ইস্যুতে প্রতিক্রিয়া দেখাচ্ছে আমরা তেমন করবো না। মার্কিনিরা মূলত ইউক্রেনের সাহায্যে দেশটিতে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করতে শুরু করেছে।”

Link copied!