রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেলেই মিলবে ইউক্রেনের নাগরিকত্ব

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৮:১৬ পিএম

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেলেই মিলবে ইউক্রেনের নাগরিকত্ব

বিদেশি স্বেচ্ছাসেবীরা ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করলেই দেশটির নাগরিকত্ব দেওয়া হবে। এমনই একটি প্রস্তাব রেখেছে জেলেনস্কি প্রশাসন। বুধবার দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইউক্রেনের লোকসংখ্যা কম হওয়ায় দেশটির পক্ষে যুদ্ধ করতে বিদেশি স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধ করছে কিয়েভ। এরই ধারাবাহিকতায় তাদের নাগরিকত্ব পাওয়ার ঘোষণা দিল জেলেনস্কি সরকার।

দেশটির গণমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্টের তথ্য মতে, গত ৬ মার্চ পর্যন্ত রুশ বাহিনীর বিরুদ্ধে মোট ২০ হাজার বিদেশি স্বেচ্ছাসেবী ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছে। এ অবস্থায় যুদ্ধে অংশগ্রহণের শর্তে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এ ক্ষেত্রে জীবনের ঝুঁকি ও অনিশ্চিত আইনি ভিত্তি থাকা সত্ত্বেও বহু মানুষ এই প্রস্তাবে সাড়া দিয়েছেন এরই মধ্যে।

গতকাল মঙ্গলবার যুদ্ধ করার উদ্দেশ্যে যারা ইউক্রেনে প্রবেশ করছে তাদের জন্য ভিসার প্রয়োজনীয়তা অস্থায়ীভাবে বাতিল করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্ববাসীর প্রতি ইউক্রেন, ইউরোপ ও সর্বোপরি বিশ্বের হয়ে যুদ্ধে অংশ নেয়ার আহ্বান জানানোর পরই এই সিদ্ধান্ত আসে।

গত ৬ মার্চ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানান,  যারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আগ্রহী, তারা নিজ নিজ দেশে ইউক্রেনের কূটনৈতিক মিশনের কার্যালয়ে যোগাযোগ করুন। আমরা একসাথে হিটলারকে পরাজিত করেছি, সেইভাবে একসাথে আমরা পুতিনকেও হারাবো।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের ১৪তম দিন মঙ্গলবারও রাজধানী কিয়েভের আশপাশের শহরে ব্যাপক গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে ইউক্রেনের ওই দাবি উড়িয়ে দিয়ে রাশিয়া বলছে যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তবে প্রকৃত সংখ্যা এই সংখ্যার চেয়ে অনেকে বেশি বলে মনে করছে সংস্থাটি।

Link copied!