রুশ হামলায় মারিউপলের দুই হাজারের বেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২২, ০৪:২২ এএম

রুশ হামলায় মারিউপলের দুই হাজারের বেশি নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী মারিউপলে রুশ সৈন্যদের হামলায় এ পর্যন্ত ২ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। প্রায় দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় পরিষেবা এবং সরবরাহ বন্ধ রেখে বোমাবর্ষণ করায় তাদের মৃত্যু হয়েছে বলে  সিটি কাউন্সিল কর্তৃপক্ষ দাবি করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শনিবার শহরটিতে অন্তত ২২টি রুশ হামলা হয়েছে।

মারিউপলের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, শহরে বিদ্যুৎ, পানি অথবা হিটিংয়ের ব্যবস্থা নেই এ শহরে। প্রায় ১২ দিন ধরে মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। প্রায় কোনও মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই। খাদ্য ও পানির মজুদ ফুরিয়ে আসছে।

রাশিয়ান বাহিনী শহটির পূর্ব উপকণ্ঠ দখল করেছে। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে আবাসিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে দেখা গেছে।

এদিকে, ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। রবিবার লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য জানায়। ভোরের এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Link copied!