শান্তি আলোচনায় যা বলেছে তার উল্টোটাই করছে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৩১, ২০২২, ০১:০৪ এএম

শান্তি আলোচনায় যা বলেছে তার উল্টোটাই করছে রাশিয়া!

তুরষ্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আবহানে সাড়া দিয়ে শান্তি আলোচনার জন্য রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্যরা তুর্কি শহর ইস্তাম্বুলে বৈঠকে বসে।

স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা জানান, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে চেরনিহিভ এবং রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলোতে হামলা কমিয়ে দেবে রুশ সেনারা। তবে শান্তি আলোচনা  শেষে রুশ হামলা জোরদারের অভিযোগ তুলেছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।খবর বিবিসি ও রয়টার্স’র।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানান, পুতিন প্রশাসন মুখে বলে একটা, করে আরেকটা। মানে তারা যা বলে তার উল্টোটা করে। 

একই অভিযোগ করেছে ইউক্রেনের চেরনিহিভের গভর্নর ভিয়ানচেসলাভ চাউস। তিনি জানিয়েছেন, রাশিয়া চেরনিহিভে হামলা কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে এ ব্যাপারে চেরনিহিভের গভর্নর বলেন, তারা বলছে তারা হামলা কমিয়ে দিচ্ছে। কিন্তু তারা(রাশিয়া) হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে রাশিয়া সব সময় মিথ্যা কথা বলে। 

গভর্নর আরও বলেন, আজ (বুধবার) চেরনিহিভের প্রাণকেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২৫ জন আহত হয়ে হাসপাতালে আছেন। তারা সবাই বেসামরিক লোক। তিনি আরও বলেন, তাই যখন রাশিয়া কোনো কিছু বলে তখন তা আরো গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।

অন্যদিকে গণমাধ্যম বিবিসির সঙ্গে একটি সাক্ষাতকার দেওয়ার সময় চেরনিহিভের গভর্নর বলেন, আমি এখনো গোলাবর্ষণের শব্দ শুনতে পাচ্ছি।

Link copied!