৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৬:৪৭ পিএম

৪ লাখ ২২ হাজার মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন

রাশিয়া হামলা চালানোর পর থেকে  প্রায় ৪ লাখ ২২ হাজারের মানুষ ইউক্রেন থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা- ইউএনএইচসিআর। ইউক্রেনজুড়ে এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও জানায় সংস্থাটি।

আরও পড়তে পারেন: জরুরিভিত্তিতে ইইউ’র সদস্য হতে ইউক্রেনের আবেদন

সোমবার ইউএনএইচসিআরের মুখপাত্র লরা প্যাডোয়ান এক টুইট বার্তায় এ তথ্য জানান। ইউএনএইচসিআর দেশ থেকে পালিয়ে আসা লোকদের শরণার্থী হিসাবে বিবেচনা করে বলেও জানান তিনি।

এদিকে, চলমান সংঘাত নিয়ে আলোচনায় বসেছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তের গোমেল শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অভিযান শুরুর দীর্ঘ পাঁচ দিন পর আলোচনায় বসল রাশিয়া ও ইউক্রেন।

আরও পড়তে পারেন: বেলারুশ সীমান্তে শুরু রাশিয়া-ইউক্রেনের বৈঠক

অন্যদিকে, অভিযানের পঞ্চম দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে খারকিভে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া দেশটির শহর চেরনিহাইভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

প্রসঙ্গত, প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। সোমবার  দেশটির ৪টি শহরে দখলে নিয়েছে রুশ বাহিনী। হামলা শুরুর পর থেকে গত চার দিনে আনুমানিক ৫ হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন সরকার।

সোমবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে ইউক্রেন সরকারের এই দাবি নিশ্চিত করতে পারেনি বিবিসিসহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম।

সূত্র : বিবিসি

Link copied!