উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৮, ২০২১, ১০:২৯ পিএম

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন শুক্রবার ঘাটাইল উপজেলার অনিকনগর পার্ক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের গোপালপুর সংবাদদাতা জয়নাল আবেদীন। ‘অপসাংবাদিকতা নিপাত যাক’ শ্লোগাণকে ধারণ করে এই সংগঠন কাজ করে চলেছে।

সম্মেলনে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ এবং সম্পাদক কাজী জাকেরুল মাওলা। বক্তব্য রাখেন ধনবাড়ী  প্রেসক্লাবের সভাপতি স ম জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ আজিজ, সম্পাদক হাবিবুর রহমান, যুগান্তরের মধুপুর প্রতিনিধি এসএম শহীদ, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, সম্পাদক রবিউল আলম বাদল, যায় যায় দিন— এর ঘাটাইল প্রতিনিধি উত্তম কুমার আর্য্য।

সাংবাদিকতার মান, সাংবাদিকদের নানা সমস্যা ও সমাধান বিষয়ে আরও বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, দৈনিক বাংলাদেশের খবরের ভূঞাপুর প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, দৈনিক ইনকিলাবের ভূঞাপুর প্রতিনিধি আব্দুল আলীম আকন্দ, দৈনিক ইত্তেফাকের ভূঞাপুর সংবাদদাতা অভিজিৎ ঘোষ, যায় যায় দিন ভূঞাপুর উপজেলা প্রতিনিধি আখতার হোসেন খান, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম মিলন, সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, কালিহাতী প্রেসক্লাবের সদস্য কামরুল হাসান, আজকের পত্রিকার গোপালপুর প্রতিনিধি কে এম মিঠু, দৈনিক সকালের খবরের সাইফুল ইসলাম প্রমুখ।

প্রবীণ সাংবাদিক অধ্যাপক জয়নাল আবেদীনকে টানা তৃতীয় বারের মতো সভাপতি এবং মোল্লা মুশফিকুর রহমান মিল্টনকে টানা দ্বিতীয় বারের মতো সম্পাদক করে ফোরামের নতুন কমিটি গঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে উত্তর টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, ঘাটাইল ও কালিহাতী উপজেলার সংবাদকর্মীদের নিয়ে এ ফোরাম যাত্রা শুরু করে। অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে সংগঠনটি শুরু থেকেই সোচ্চার হয়ে কাজ করে যাচ্ছে।  

Link copied!