এক যুগ পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২১, ২০২৩, ০২:৪২ এএম

এক যুগ পর ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আসছে মে মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। এর মাধ্যমে ভারতের মাটিতে ১২ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী ভারতের মাটিতে পা রাখতে চলেছেন।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) তুরষ্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বিলাওয়াল ভুট্টো জারদারি ভারত সফরে যাবেন।

এদিকে, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন’র প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এসসিও বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। আগামী চার ও পাঁচ মে ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে এ বৈঠক।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, “ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এবং এসসিও’র বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্করের আমন্ত্রণেই ভারতে যাচ্ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। চলতি বছরের জানুয়ারিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই আমন্ত্রণ জানিয়েছিলেন।

ভারত ছাড়া এসসিও’র অন্য সদস্য দেশগুলো হলো-চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উজবেকিস্তান। আর ডায়লগ পার্টনার হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল।

Link copied!