জামিন পেলেন হজে গিয়ে ভিক্ষা করা সেই মতিয়ার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২২, ০৩:৫৯ এএম

জামিন পেলেন হজে গিয়ে ভিক্ষা করা সেই মতিয়ার

বেসরকারিভাবে হজ পালন করতে যেয়ে সৌদি আরবে ভিক্ষা করার অভিযোগে দেশে ফিরে গ্রেপ্তার হওয়া সেই মতিয়ার রহমান ওরফে মিন্টু জামিন পেয়েছেন।  

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহবুব আহমেদ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। আদালতে মিন্টুর পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের আইনজীবী আবুল কালাম আজাদ।

শুক্রবার (৫ আগস্ট) হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে গতকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মতিয়ার রহমান ওরফে মন্টু মেহেরপুরের গাংনী উপজেলার সিন্দুরকোটা গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে।

এর আগে, গত ৩০ জুলাই ঢাকার সিএমএম আদালতে করা সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী ৫৪ ধারায় মিন্টুকে  গ্রেপ্তার করা হয়।

৫৪ ধারার আবেদনে উল্লেখ করা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপরে এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।

মিন্টুর আইনজীবী আবুল কালাম আজাদের অ্যাসোসিয়টের সদস্য কামরুজ্জামান সুমন গণমাধ্যমকে  বলেন, “আসামির দুই হাত নেই। তবে, তার বেশ কয়েকটি বাড়ি রয়েছে। আসামির আত্মীয়-স্বজনদের কাছ থেকে এসব জানা গেছে “

প্রসঙ্গত, মতিয়ার রহমান মিন্টু গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ গ্রেপ্তার করে। এরপরে হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়। এতে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

Link copied!