ফিফা র‌্যাংকিং: সাত ধাপ উন্নতি ঘটলো বাংলাদেশ নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবর ১৫, ২০২২, ০২:০৯ এএম

ফিফা র‌্যাংকিং:  সাত ধাপ উন্নতি ঘটলো বাংলাদেশ নারী ফুটবল দলের

ফিফা র‌্যাংকিংয়ে নারী ফুটবল দলের উন্নতি ঘটলো। তা-ও একধাপে সাত ধাপ! নেপালের কাঠমান্ডুতে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতে নিয়েছে বাংলাদেশ দল। ইতিহাস গড়া এই জয়ের প্রভাবেই পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। সাত ধাপ এগিয়ে নারী ফুটবল দলের র‌্যাঙ্কিং এখন ১৪০।

টুর্নামেন্টে অপরাজিত সাবিনারা দেশে ফিরে পেয়েছেন ভূয়সী প্রশংসা আর সংবর্ধনা। চলতি বছর সব মিলিয়ে সাতটি আন্তর্জাতিক ম্যাচ খেলে অপরাজিত থেকেছে বাংলাদেশ দল। এই সাত ম্যাচের ছয়টিতেই বড় ব্যবধানে জয় এসেছে। এর মধ্যে গত মাসে নারীদের সাফে জিতেছে পাঁচটি। প্রথমবার ভারত ও নেপালের বিপক্ষেও জয়ের স্বাদ পেয়েছে। এই পাঁচ ম্যাচে ২৩ গোল করেছেন সাবিনারা, হজম করেছে মাত্র ১টি। তাই সার্বিক পারফরম্যান্সে বাংলাদেশ দলের এই উন্নতি হয়েছে। 

তিন ধাপ পিছিয়েছে ভারতের মেয়েদের র‍্যাঙ্কিং। এখন তাদের ক্রমিক ৬১। এক ধাপ পিছিয়েছে নেপালের র‍্যাঙ্কিং। তারা এখন ১০৩। দুই ধাপ নেমে যাওয়া শ্রীলঙ্কার র‌্যাঙ্কিং ১৫৫। মালদ্বীপ ও ভুটানেরও অবনতি হয়েছে। তারা আছে যথাক্রমে ১৫৯ ও ১৭৭তম স্থানে। পাকিস্তান আছে আগের জায়গায়- র‌্যাঙ্কিং ১৬০।

সূত্র: ফিফা ডট কম।

Link copied!