মৃত সন্তানকে শুঁড়ে পেঁচিয়ে এখনও হেঁটে চলেছে মা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৮, ২০২২, ০৫:৪২ পিএম

মৃত সন্তানকে শুঁড়ে পেঁচিয়ে এখনও হেঁটে চলেছে মা

সম্ভবত দুই-তিন আগে মৃত্যু হলেও সেই মৃত শাবককে শুঁড়ে পেঁচিয়ে এখনও একস্থান থেকে অন্যস্থানে ঘুরে বেড়াচ্ছে মা হাতিটি। মর্মান্তিক দৃশ্যের  এঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বানারহাটের আমবাড়ি চা বাগান এলাকায়।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

ভারতের হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়,  মৃত সন্তানকে শুঁড়ে পেঁচিয়ে নিয়ে এক জায়গা থেকে অন্য  জায়গায় নিয়ে চলছে মা হাতি। এই দৃশ্য গতকাল শুক্রবার স্থানীয়দের নজরে আসে। শনিবারও একই দৃশ্য দেখা গেছে ওই চা বাগানে।  ওই মা হাতির সঙ্গে রয়েছে ৩০-৩৫টি হাতির একটি দল।

মর্মান্তিক ওই দৃশ্য চেখে পড়তেই স্থানীয় মানুষজন খবর দেন বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগে। ঘটনাস্থলে পৌঁছে যান এডিএফও জন্মেজয় পাল, রেঞ্জার শুভাশিস রায়।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ড্রোন উড়িয়ে নজর রাখা হয় হাতির দলটির উপরে। বহু ক্ষেত্রেই দেখা যায় মৃত সন্তানকে ছেড়ে চলে যায় মা। এবার একেবারে অন্য দৃশ্য। সন্তানকে কাছছাড়া করতে চাইছে না মা। এলাকায় এম দৃশ্য দেখা য়ায়নি। এমনটাই দাবি স্থানীয়দের।

 

Link copied!