ইজিবাইক চলাচল এবং ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৫, ২০২১, ১১:৩৯ পিএম

ইজিবাইক চলাচল এবং ক্রয়-বিক্রয় বন্ধের নির্দেশ

দেশে অ্যাসিড ব্যাটারিচালিত ৪০ লাখ অবৈধ ইজিবাইক বন্ধ ও জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়েও নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই নির্দেশ দেন।

এর আগে, গত ১৩ ডিসেম্বর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম। রিটে শিল্পসচিব, সড়ক পরিবহনসচিব, পরিবেশসচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

ওই রিটের শুনানির পর আদালত এ আদেশ দেন। একইসঙ্গে, শিল্প মন্ত্রণালয় ও এনবিআরে রিটকারীর করা আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

আইনজীবী তৌহিদুল ইসলাম বলেন, “এই ইজিবাইকগুলো অবৈধভাবে বিদ্যুৎ দিয়ে চার্জ দেয়। যার থেকে সরকার কোনো অর্থ পায়না। এছাড়া এগুলো পরিবেশ ও মানব দেহের জন্য ক্ষতিকারক।”

Link copied!