কনডেম সেলে প্রদীপ-লিয়াকত

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২২, ০৪:৫৮ পিএম

কনডেম সেলে প্রদীপ-লিয়াকত

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত দুই আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও বরখাস্ত ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশকে কক্সবাজার জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।

সোমবার সন্ধ্যায় তাদের কারাগারে নেওয়া হলে বাকি আসামিদের থেকে লিয়াকত ও প্রদীপকে আলাদা করা হয়। এরপর তাদের কনডেম সেলে পাঠানো হয়। তবে কক্সবাজার কারাগারে আলাদা করে কোনো কনডেম সেল না থাকায় এই দুই আসামিকে যে কক্ষে রাখা হয়েছে, সেটিকেই কনডেম সেল ঘোষণা করা হয়েছে।

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সিনহা হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে মামলার ১ নম্বর আসামি লিয়াকত ও ২ নম্বর আসামি প্রদীপকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আরও ছয় আসামিকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। মামলার বাকি সাত আসামি খালাস পেয়েছেন। সাজাপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানাও কর হয়েছে।

Link copied!