ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি পুনঃ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২১, ০৫:১৭ পিএম

ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি পুনঃ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন

করোনার নতুন ধরন ওমিক্রন করোনার আরেক মারাত্মক ধরন ডেল্টার চেয়ে ৩ গুণ বেশি পুনঃ সংক্রমিত করার ক্ষমতা রাখে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকা বিজ্ঞানীদের একটি গবেষণার প্রাথমিক ফলাফলে এমনটি বলা হয়েছে। 

ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা সম্পর্কে এই গবেষণাই প্রথম ধারণা দিল। 

গবেষকরা, গত ২৭ নভেম্বর পর্যন্ত ২৮ লাখ করোনার রোগীর ওপর চালানো পরীক্ষা চালিয়েছেনে। যেখানে ৩৫ হাজার ৬৭০ জন পুনঃ সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হয়েছে। ৯০ দিন পর একজন রোগীর ফল করোনা পজিটিভ আসলে তাকে পুনরায় সংক্রমিত হয়েছে বলে ধরা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডেমিওলজিকাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক এবং গবেষণা দলের সদস্য জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেন, “পুনঃ সংক্রমণ হওয়া ব্যক্তিরা করোনার তিনটি ঢেউতেই আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি পুনঃ সংক্রমণ হয়েছে ডেলটা ধরনের সংক্রমণ বাড়ার পর।”    

পুলিয়াম সতর্ক করে বলেছেন, “গবেষণায় পুনঃ সংক্রমিত হওয়া রোগীদের টিকা নেওয়ার বিষয়টি গবেষণায় বলা হয়নি। এ কারণে টিকা নেওয়া ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওমিক্রন ধ্বংস করতে পারে কি-না তা জানা যায়নি।”

এ নিয়ে পরবর্তীতে গবেষণা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের বিজ্ঞানী মাইকেল হেড এই গবেষণার প্রশংসা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “এই গবেষণার ফল শঙ্কার। আমাদের আশা ওমিক্রন নিয়ে সব সতর্কতা মিথ্যা হোক। কিন্তু এর সম্ভাবনা কম।”

Link copied!