নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: ঘাতক গাড়ির মূল চালক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৬, ২০২১, ০৬:১৪ পিএম

নটরডেম শিক্ষার্থীর মৃত্যু: ঘাতক গাড়ির মূল চালক গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। এই ময়লার ট্রাকটির ধাক্কাতেই রাজধানীর গুলিস্তান এলাকায় হত্যার শিকার হয় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান।

শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে চালক হারুনকে গ্রেফতার করা হয়েছে। নাঈমকে ধাক্কা দেওয়ার সময় ট্রাকটি হারুনের বদলে চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল। তাকেও আটক করেছে পুলিশ।

র‌্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হারুনকে ভোরে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন তথ্য যাচাই-বাছাই চলছে। কিছুক্ষণের মধ্যে আমরা তাকে থানায় হস্তান্তর করব।

এর আগে, শুক্রবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনায় অভিযুক্ত গাড়ির মূল চালক হারুন মিয়া ওরফে কাইল্লা হারুনকে (৩৭) গ্রেফতার করে র‌্যাব। 

Link copied!