কাকরাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে জনতা

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৫, ২০২১, ০২:৪১ পিএম

কাকরাইলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে জনতা

কুমিল্লায় ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে ঢাকার বায়তুল মোকাররমের সামনে থেকে ‘মালিবাগ মুসলিম সমাজ’ ব্যানার নিয়ে  মিছিল বের করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কয়েকশ লোক। এ সময় সংঘর্ষে  অন্তত পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ওই ঘটনা তিনজনকে আটক করেছে।

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর কয়েকশ লোক এই বিক্ষোভ মিছিল শুরু করে।

ছবি: দ্য রিপোর্ট/ তৌফিক হাসান।

কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে পুলিশ বাধা দিলে মিছিলকারীরা দুই ভাগ হয়ে যায়। তাদের একটি অংশ বিভিন্ন অলিগলিতে ঢুকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে।

মতিঝিল জোনের উপ কমিশনার আব্দুল আহাদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ’মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করে।পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা ৩ জনকে আটক করেছি, তাদেরকে জিগাসাবাদের মাধ্যমে কারা এই কাজ গুলো কি উদ্দেশ্যে করছে তা খেতিয়ে দেখবো’।

বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুমার নামাজের আগে থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায়। এছাড়া পুরানা পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও সাঁজোয়া যান।

ছবি: দ্য রিপোর্ট/ তৌফিক হাসান

পুলিশ তাদের বায়তুল মোকাররম থেকে পল্টনের নাইটিংগেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইল মোড়ে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন।

কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে একটি খবর ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাদেশেই বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বায়তুল মোকাররম এলাকাকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।

 

Link copied!