লঞ্চের নকশাগুলো স্বাস্থ্যসম্মত নয়: নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৬:০৫ এএম

লঞ্চের নকশাগুলো স্বাস্থ্যসম্মত নয়: নৌ-প্রতিমন্ত্রী

প্রতিনিয়ত ব্যবস্থা নেওয়া হয় বলেই দিন দিন নৌ সেক্টরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে এসে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, “সকল তদন্ত সুপারিশ আমরা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেছি। করছি না যে তা না, সদরঘাটের অবস্থা এখন আর আগের মতো নাই।”

লঞ্চের ইঞ্জিনরুমের পাশেই রান্না ঘর বিষয়ে তিনি বলেন, “দীর্ঘদিন ধরেই আমরা বলছি, লঞ্চের নকশাগুলো স্বাস্থ্যসম্মত নয়। এই অবস্থা নিয়ে যাত্রীসেবা দেওয়া খুব কঠিন। এই জায়গায় আমাদের ভাবতে হবে। ইলেকট্রিসিটির যে তার লঞ্চে ব্যবহার করা হয় সেখানে ঝুঁকি আছে। এখানে দুর্বল, সাশ্রয়ী কেবল ব্যবহৃত হয়। যারা সার্ভে করে তাদের এ জায়গাগুলো সঠিকভাবে দেখতে হবে।”

মন্ত্রী আরও বলেন, “আমাদের একটা যাত্রী কল্যাণ ফান্ড আছে। তারা যেহেতু আমাদের যাত্রী ছিল, তারা আমাদের অংশীজন। শুধু এ ঘটনাই না, নৌ সেক্টরে সকল ধরনের বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার আছে। এই সরকার মানবিক সরকার।”

প্রশাসন ও সংশ্লিষ্টরা সব ধরনের সহযোগিতা দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “কেউ কেউ আমাদের নলেজের বাইরে নিজস্ব উদ্যোগে চলে এসেছেন সে কারণে হয়তো সাপোর্ট পায়নি। তবে সবার সব ধরনের চিকিৎসায় আমরা সহায়তা করব। পুড়ে যাওয়ার চিকিৎসা অনেক ব্যয়বহুল, অনেকের পক্ষেই এটা করা হয়তো সম্ভব না। অনেকের পক্ষে খুবই কষ্টসাধ্য হবে। এসব ক্ষেত্রে সরকার তাদের পাশে থাকবে।”

এমন ভয়াবহ ঘটনার অভিজ্ঞতা আগে ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, “আমরা একটি তদন্ত কমিটি করেছি। অনেক ধরনের মতামত আমরা পেয়েছি। বড় জাহাজ, একেকজন ঘটনাটি একেকভাবে দেখেছে। অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিল, সে জন্য আতঙ্কটা বেশি ছড়িয়ে গেছে।”

Link copied!