সংসদে বক্তব্য প্রত্যাহার করে বিএনপির হারুনের ওয়াকআউট

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১৫, ২০২১, ০৩:২১ এএম

সংসদে বক্তব্য প্রত্যাহার করে বিএনপির হারুনের ওয়াকআউট

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘বর্তমান সংসদে ‘অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ বললে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রচণ্ড তোপের মুখে পড়েন বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। এক পর্যায়ে বাধার মুখে পড়ে তিনি বক্তব্য প্রত্যাহার করে নেন এবং সংসদ থেকে ওয়াকআউট করেন।

রবিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর পয়েন্ট অব অর্ডারে বক্তব্যের পর বিএনপির হারুন পয়েন্ট অব অর্ডারে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি ওিই মন্তব্য করেন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। হারুনুর রশীদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বলেন, ‘ইউপি ভোট হয় এমন এলাকাগুলো এখন মানুষের কাছে আতঙ্কের এলাকায় পরিণত হয়েছে।’ এ পর্যায়ে সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছে’ বলে মন্তব্য করেন। 

তাৎক্ষণিকভাবে সরকারি দলের সংসদ সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে প্রতিবাদ জানান।এরপরই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  হারুনুর রশিদকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলেন।

এসময় স্পিকারকে উদ্দেশ্য করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব।

পরে প্রবল প্রতিবাদের মুখে হারুন স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্য রয়েছেন’ বলে আমার যে বক্তব্য আপনি প্রত্যাহার করার অনুরোধ করছেন, আমি তা প্রত্যাহার করছি।

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনি সংসদের অভিভাবক। আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং গোটা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত বলা হচ্ছে, তারা কাদের দ্বারা ইলেকটেড (নির্বাচিত)? এই বিষয় আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি।

স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে হারুনুর রশিদ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? কেন আপনারা কথাটা প্রত্যাহার করতে বলছেন? কেন বলছেন? যুক্তিসংগত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্ট অব অর্ডার আকারে আমি উত্থাপন করতে চেয়েছি। কিন্তু আমাকে প্রত্যাহার করতে বলায় সংসদ থেকে ওয়াকআউট করছি।’ পরে হারুন সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।

  • বিষয় :
  • Tech
Link copied!