শুরু হয়েছে অমর একুশে গ্রন্থ মেলা ২০২৩। মেলায় যে কোনো ধরনের অব্যবস্থাপনা রোধ করতে বাংলা একাডেমি কঠোর হচ্ছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, মেলা প্রাঙ্গণে ধুলোবালি, ময়লার স্তূপ, অগোছালো স্টল-প্যাভিলিয়ন, অব্যবস্থাপনাসহ নানা বিষয়ে আমরা কঠোর হচ্ছি। আগামী দু-একদিনের মধ্যেই মেলার পরিবেশ ফিরে আসবে। মেলায় আগত পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের সমস্যা হতে পারে এমন সবকিছু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মেলাতে আসা পাঠকদের নানা অভিযোগের প্রেক্ষিতে এসব কথা বলেন বাংলা একাডেমির সদস্য সচিব।
মুজাহিদুল ইসলাম বলেন, যারা শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের স্টলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আমরা সুন্দর একটি বইমেলা উপহার দিতে চাই। এ জন্য আমাদের যা যা করা দরকার তাই করব।
তিনি বলেন, মেলা প্রাঙ্গণে ধুলোবালি, অগোছালো স্টল ও অব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্টদের ডেকে সতর্ক করেছি। শুক্রবার দুপুরের মধ্যে মেলার ব্যবস্থাপনা না গোছাতে পারলে ইভেন্ট ম্যানেজমেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ দিন কোনো স্টলের কাজ বাকি থাকলে তাদের কালো তালিকাভুক্ত করা হবে।
বাংলা একাডেমির সদস্য সচিব বলেন, ধুলোবালি নিবারণের জন্য মেলার ভেতরে পানির ব্যবস্থা রাখা হয়েছে। আগামী দু-একদিন পর মেলায় আর কোনো অব্যবস্থাপনা থাকবে না। মেলায় কোনো অব্যবস্থাপনা হলে এর দায় বাংলা একাডেমির ওপরই আসে। এ জন্য একাডেমি মেলার সৌন্দর্য বাড়াতে ও পরিবেশ সুন্দর রাখতে যা যা করার তাই করছে এবং সামনেও করবে।