কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ১০০ দিন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ০৮:০৩ পিএম

কাতার ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ১০০ দিন

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে, কাতার ফুটবল বিশ্বকাপ এক দিন এগিয়ে আনা হয়েছে। ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। অর্থাৎ, আর ঠিক ১০০ দিন পরই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। 

আরব দেশে প্রথমবারের মত বসছে এই আসর। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এশিয়ায় অবশ্য দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপান যৌথভাবে এই আসর করেছিল। 

ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপে ৩২ দলের লড়াই শুরুর অপেক্ষা করছে বিশ্ববাসী। বিশ্বকাপ আয়োজনে পুরোপুরি প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ কাতার। বিশ্বকাপের জন্য ইতোমধ্যে তৈরি করা হয়েছে আটটি স্টেডিয়াম। কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে উদ্বোধন করা হয়েছে গোল্ডেন বা সোনার আদলে নির্মিত ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল স্টেডিয়াম।

এদিন ঘরোয়া ফুটবল আল রায়হান বনাম আল আরাবিয়া ফুটবল ক্লাবের খেলার মাধ্যমে মাঠে গড়ায় বল। উদ্বোধনী খেলা দেখতে ভিড় করেন স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসী। খেলা দেখে উচ্ছ্বসিত প্রবাসীরাও।

কাতার ফুটবল বিশ্বকাপের খেলা মাঠে বসে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলে জানান স্টেডিয়াম উদ্বোধন দেখতে আসা প্রবাসী বাংলাদেশিরা। স্টেডিয়ামটির সৌন্দর্য দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত তারা।

এর আগেই বিশ্বকাপের আটটি ভেন্যুর সব কটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। স্টেডিয়ামগুলো হলো: আল ওয়াকরা আল জোনোভ স্টেডিয়াম, শেখ খলিফা স্টেডিয়াম, এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রায়হান আহমদ বিন আলী স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, আল খোর আল বায়াত স্টেডিয়াম, ৯৭৪ স্টেডিয়াম ও লুসাইল স্টেডিয়াম। এর মধ্যে আরব অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের গোল্ডেন বা সোনার আদলে নির্মিত লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে।

২০ নভেম্বর কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ আসরের।

Link copied!