যে কারণে খেলোয়াড়রা মুখে পলিকার্বনেটের মাস্ক পরে খেলছেন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৯, ২০২২, ০৮:২৯ পিএম

যে কারণে খেলোয়াড়রা মুখে পলিকার্বনেটের মাস্ক পরে খেলছেন

ফিফা বিশ্বকাপ এলেই তারকা ফুটবলারদের ফ্যাশন নিয়ে তুলকালাম হয় তাঁদের ভক্তদের মাঝে। কোনো তারকা হয়তো নজর কাড়েন হেয়ারকাট দিয়ে: কেউবা হয়তো ছোট চুলে, কেউবা লম্বা চুলে। কেউ হয়তো মাথা মুড়িয়ে আবার কেউবা হয়তো বিশেষ কাট দিয়ে। এর বাইরেও চুলে কেউ কেউ নানা ফ্যাশন করে থাকেন। সাম্প্রতিক কয়েকটি বিশ্বকাপে দেখা যাচ্ছে খেলোয়াড়রা মুখে মাস্ক পরছেন। এগুলো অনেকটা সিনেচরিত্র ব্যাটম্যান এমনকি হানিব্যাল লেকটারের মতোও দেখাচ্ছে। ফুটবলপ্রেমীরা ওই সিনেচরিত্রের সাথেও তাঁদের তুলনাও করছেন। 

তবে যা জানা যাচ্ছে, এবারের বিশ্বকাপে কিছু ফুটবলারের এই কালো মাস্ক পরাটা কোনো ফ্যাশন ভাবনা থেকে আসেনি। বরং এক ধরনের সুরক্ষা ব্যবস্থা হিসেবেই বিশেষ ধরনের এ মাস্ক পরছেন তাঁরা। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের ওই মাস্ক নজর কেড়েছে দর্শকদের। কিন্তু এই মাস্ক তাঁরা পরছেন নিজেদের সুরক্ষার জন্য, ফ্যাশনের জন্য নয়।

বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে গণমাধ্যমগুলো বলছে, পলিকার্বনেটের মতো উপাদান দিয়ে তৈরি এ মাস্কগুলো ফুটবলারদের মুখের আগের চোট পাওয়া অংশকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। মুখে আগের চোট থাকলে, খেলতে গিয়ে আবারও ধাক্কা লাগলে তা গুরুতর হতে পারে আবারও।

এসব আশঙ্কা থেকে বাঁচতেই এ ব্যবস্থা নিয়েছেন তাঁরা। থিডি প্রিন্টারে হুবহু তাঁদের মুখের আদলে তৈরি করা হয় এ মাস্কগুলো।

২০ বছর বয়সী ক্রোয়েশিয়ান ফুটবলের 'সোনার ছেলে' ইয়োস্কো গোয়ার্দিয়োল মরক্কোর আর কানাডার বিরুদ্ধে এ মাস্ক পরেই খেলেছেন। সতীর্থ উইলি অরবানের সাথে সংঘর্ষে নাকের হাড় ভেঙে গিয়েছিল তাঁর। মুখে আর চোখেও আঘাত পেয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার তারকা খেলোয়াড় ৩০ বছর বয়সী সং হিউং-মিনও টটেনহ্যামে খেলার সময় এক চোটের কারণে এই কালো মাস্ক পরে খেলতে নেমেছেন। গত ১ নভেম্বর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আঘাত পেয়ে চোখের সকেট ভেঙে যায় এ টটেনহাম হটস্পার ফুটবলারের। এটি পরে খেলতে নামার পর তাঁর অনুভূতি এরকম: এই মাস্ক পরতে বেশ আরামদায়ক। তিনি অনেকটা নিশ্চিতও থাকতে পারছেন।

চলতি বিশ্বকাপে বেশ কয়েকজন খেলোয়াড় মুখে মারাত্মক আঘাত পেয়েছেন। ইংল্যান্ডের সাথে এক ম্যাচে মুখে চোট পান ইরানি গোলকিপার আলিরেজা বেইরানভান্দ। গত অক্টোবরে মুখে চোট পাওয়ার পর মাস্ক পড়ে খেলছেন তিউনিসিয়ার এলিস স্খিরিও। আরও অনেক খেলোয়াড় এই মাস্ক পরে খেলতে নামছেন।

সূত্র: গোল ডট কম

Link copied!