পাকিস্তান সফরে বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০১:৩৭ এএম

পাকিস্তান সফরে বিল গেটস

জীবনে প্রথমবার পাকিস্তান সফরে গিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিওনিয়ার বিল গেটস। করাচি সফরে এসে বিল গেটস সাক্ষাত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। সাক্ষাতের ছবি টুইটারে পোস্ট করেছেন সিনেটর ফয়সল জাভেদ খান। পোস্টে জাভেদ লিখেছেন, পাকিস্তানে পোলিও নির্মূলে সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন বিল গেটস। প্রশংসা করেছেন করোনা মহামারি সংক্রান্ত ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের (এনসিওসি) পারফর্মেন্স এর। পরে বিল গেটসের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ইমরান খান।

বিল গেটসের সম্মানে আয়োজিত মধ্যাহ্ন ভোজ

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। ২০২১ সালের হিসাবে বিল গেটসের নিট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ১১ লাখ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা (বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ডলারপ্রতি ৮৫ টাকা ৬৫ পয়সা ধরলে)। এটা ফোর্বস সাময়িকীর সম্পদশালীদের তালিকা। প্রতিদিন যদি তিনি এক কোটি ডলার করে খরচ করেন, তবে ১৩ হাজার ৫৪০ দিন, অর্থাৎ ৩৭ বছরের বেশি লাগবে সে টাকা ফুরাতে।

 

আরও পড়তে পারেন-

ইউক্রেনে রুশপন্থীদের হামলা

 

Link copied!