চট্টগ্রাম টেস্টে ৮ উইকেটে জিতে ২ টেস্টের সিরিজ ১-০ তে নিশ্চিত করেছে পাকিস্তান। আজ প্রথম টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৯৩ রান। পাকিস্তান ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আবিদ আলি ৯১ ও আরেক ওপেনার শফিক ৭৩ রানে আউট হন। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে।
দলের রান তখন ১৭১। আবিদ আলি তাইজুলের ঘূর্নি সামলাতে পারলেন না। আর লেগ বিফোর দ্য উইকেটের ফাঁদে পা দিলেন। প্রথম ইনিংসে করেছিলেন ১৩৩ রান। এই ইনিংসে ৯ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আগে আব্দুল্লাহ শফিক দলের ১৫১ রানে আউট হন। এই দফা ৭৩ রান করেন তিনি। প্রথম ইনিংসে তার ছিল ৫২ রান। শাহিন শাহ আফ্রিদি ৫ উইকেট নিয়ে বাংলাদেশের লিড ২০১ রানে রেখেছিলেন। পাকিস্তানের ব্যাটিংয়ে অবদান রেখেছেন শফিক ও আবিদ। পাকিস্তান ২ উইকেটে জয় নিশ্চিত করে ফেলে (২০৩/২)।
বাবর আজমের ক্যাচ ধরে ফেললে হয়তো পাকিস্তানের জয় বিলম্বিত হতো। বাবর ১৩ ও আজহার আলি ২৪ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন অবশ্য আবিদ আলি।
এই টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ রান করেছিল। জবাবে পাকিস্তান ২৮৬ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে লিড নেওয়ার পর বাংলাদেশ অলআউট ১৫৭ রানে। মোট ২০১ রানের লিড নিয়ে পারল না টাইগাররা।