সৌম্য সরকারের ও অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফের পথে ভালোভাবেই টিকে আছে খুলনা টাইগার্স। ব্যাট-বল উভয় বিভাগেই দারুন নৈপুন্য দেখিয়েছেন সৌম্য।
আজ টুর্নামেন্টের ২২তম এবং দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে খুলনা ১৫ রানে হারিয়েছে সিলেটকে। সিলেটের হারে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হলো সাকিব আল হাসানের ফরচুন বরিশালের।
এই জয়ে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো খুলনা। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে টেবিলের তলানিতেই থাকলো সিলেট। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বরিশাল। আর তাদের প্লে অফ নিশ্চিত হয়ে গেছে। সবার আগে বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
টসের বিপরীতে প্রথমে ব্যাট করে সৌম্যর অপরাজিত ৮২ ও মুশফিকের হার না মানা ৬২’র সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮২ রানের বড় সংগ্রহ পায় খুলনা টাইগার্স। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে সিলেট।