মিরপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আজ উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জারসকে ৪ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে ফরচুন বরিশাল। লো স্কোরিং ম্যাচ। তবে শেষের দিকে জমে উঠেছিল চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে। শেষ রক্ষা হয়নি। হেরেই যেতে হয়েছে চট্টগ্রামকে।
টসে জিতে ফিল্ডিং নিয়েছিল বরিশাল। চট্টগ্রাম ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে। জবাবে ১৮.৪ ওভারে ৬ উইকেটে জয় নিশ্চিত করে । ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয়েছে।
ম্যাচসেরা হন অবশ্য মিরাজ। ১৬ রানে ৪ উইকেট নেন তিনি।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে শুভসূচনা করে সাকিবের দল বরিশাল। শুক্রবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের দেওয়া ১২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ বল বাকি থাকতে বরিশাল ম্যাচ জিতে মাঠ ছাড়ে।
মুকিদুল ইসলামের করা ১৭তম ওভারে ১৮ রান নিয়ে কার্যত ম্যাচ বের করে নিয়ে আসেন জিয়া। শেষ তিন ওভারে মাত্র প্রয়োজন হয় ১৮ রান। ১৮তম ওভারের প্রথম বলেই শরিফুল ইসলামকে চার মারেন ব্রাভো। ২ চার ১ ছয়ে ১২ বলে ১৯ রান করে জিয়া ও ১০ বলে ১২ রান করে ব্রাভো অপরাজিত থাকেন।
সর্বোচ্চ ৩৯ রান করেন ওপেনার সৈকত আলী। এ ছাড়া সাকিব ১৩ ও ইরফান করেন ১৬ রান। মেহেদী মিরাজ সর্বোচ্চ ৪ উইকেট নেন।
এর আগে চট্টগ্রাম টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১২৫ রান করে ৮ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ২০ বলে ৪১ রান করেন বিনি হাওয়েল। এ ছাড়া উইল জ্যাকস ১৬ ও নাঈম ইসলাম করেন ১৫ রান।
সর্বোচ্চ ৩ উইকেট নেন আলজারি জোসেফ। ২ উইকেট নেন নাঈম হাসান।