মেনস্ট্রুয়াল কাপ নিয়ে ট্যাবু ভাঙতে অনলাইন ক্যাম্পেইন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২১, ০৫:৩৬ পিএম

মেনস্ট্রুয়াল কাপ নিয়ে ট্যাবু ভাঙতে অনলাইন ক্যাম্পেইন

"স্বয়ং" ও "টক পিরিয়ড, বাংলাদেশ" নামের দুটি অনলাইনভিত্তিক সামাজিক সচেতনতামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সম্প্রতি স্যানিটারি ন্যাপকিনের বিকল্প পণ্য হিসেবে মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার নিয়ে ট্যাবু ভাঙতে একটি অনলাইন ক্যাম্পেইন সংঘটিত হয়েছে।

“কিপিং আপ উইথ দ্যা কাপ” নামের এই চার পর্বের ক্যাম্পেইন সিরিজের সর্বশেষ পর্ব গত রোববার রাতে অনুষ্ঠিত হয়। সিরিজটিতে ঋতুস্রাবের সময় প্যাড ব্যাবহারের নানা অসুবিধার কথা উঠে আসে এবং বিকল্পরুপে আরো ভালো, উপযুক্ত এবং পরিবেশবান্ধব সমাধান "মেন্সট্রুয়াল কাপ"- এর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাস্তব জীবনে মেনস্ট্রুয়াল কাপ ব্যাবহারকারীদের ব্যক্তিগত গল্প এই সিরিজে উঠে আসে। এছাড়াও মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার বিষয়ে নানা ধরণের তথ্য ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।

টক পিরিয়ড, বাংলাদেশের প্রতিষ্ঠাতা আবরেশমি আনিকা চৌধুরী বলেন, “সঠিক মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা একটি প্রয়োজনীয়তা। আমাদের প্রত্যেকের দ্বায়িত্ব এমন একটা নিরাপদ পরিবেশ গড়ে তোলা যেখানে এসব ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে এবং সচেতনতা তৈরি হব”।

Link copied!